গোড়া কেটে পানি ঢেলে
রাজা ধরে গান,
"আগা সাজে ফুলে ফলে
কান্ডে থাকে প্রাণ।"

উজির বলে, "সর্ব সত্য
রাজার খাঁটি জ্ঞান,
শিকড় বাকড় কাড়ে মাটি
জঞ্জাল করে দান।"

শুনে সভায় বাজায় তালি
স্তুতিতে দেয় টান,
বুদ্ধু হয় সে রাজার মুখে
ছোড়ে প্রশ্নবান!

রানী হেসে বধেন রাজা
বন্দি উজির কান,
গোড়া কেটে চালান রাজ্য
রাখেন কথার মান।

০৫/১০/২০২৩
ময়মনসিংহ।