রাঁধতে বাঁধতে ঘর গোছাতে
তুমি সেদিন মন্ত্র পড়ে আনলে যে জন,
অলখেই সে দেখলো এসে
একি কারবার!
রাজ দরবারে রাজা মশাই নিজে নিজে রাখছে লিখে
নিজের সুখের ওজন।

বুক বড় তার শূন্য ঘরে অঢেল আছে
গল্প কাব্য সু-খ শ্রাব্য
বিশাল বড়ো দিল খোলা এক মাঠে পাঠের নিশ্বাস,
কেবল, টেবিল ভরা খাবার থালায়
রাত-বিরেতে শূন্য থাকে শখের চেয়ার;
নেই যে সেথা বাঁচার নির্যাস।

ফুল পাখি আর তাদের কূজন
হয়তো মেলে বন্দী ঘরে
তাই বলে সুখ! মিলবে কোথা হাসিটা তার সত্যি সুজন?
তুমি যে তাই দিল খোলে নয় শিকল ছুঁড়ে আনলে তারে
উঁচু দালান এই ইট পাথরের বন্দী ঘরে।

বাঁচতে দিয়ো!
উড়তে দিয়ো মনন খোলা মধ্য গগন
সঙ্গ দিয়ো, হাতটা ছুঁয়ো; কেশটা ধরো অন্ত্র দিয়ে।

খাদ্য ছাড়াই মরে মানুষ?
বাঁচতে হলে দেয়া নেয়ায় নিক্তি রেখে মনটা চেয়ো।

২৫/০৫/২০২৩
চট্টগ্রাম।