আমি বললাম, "ভোজ খাবো আজ"
তোরা কাঁড়লি দিনমজুরের তাজা মুরগী
মধ্যবিত্তের খাসি
কেননা, ধনীর হৃষ্টপুষ্ট গরু
আর ফার্মের মুরগীতে স্বাদ বড্ড কম।
আমি বললাম, "রাজ কোষে টান!"
তোদের চোখে পড়লো গরীবের সঞ্চয়পত্র
আর মধ্যবিত্তের সেলারি,
কেননা, এ দু'টোরই ঘাড় দূর্বল
রাজস্ব আদায়ের হয় ফিক্সড ইনকাম।
রাজার চোখেও তাই সদা গরীবের ধন
ধনীরা পায় মন।
১৬/০৮/২০২৩
ভেলোর, ভারত।