রাজার গাছের ফল বাগানে, ফলেছে দারুণ ফল
মিষ্টি আঙুর লাল সফেদা, শাখাতে আপেল ঢল!
লোলুপ চোখে তাকায় ফিরে, পথের শতো ভুখা
পায় না পরশ সাহস ছুঁতে, চাইতে কেবল দু'খা!

ক্ষিধে পেটেই পথের ফকির, বললো সেদিন খালি
"দাও না দু'খান অভুক্ত আজ, মিটাই ক্ষুধা মালি?"
"লোভী কানা রাজার মানা, খেতেও আছে বারণ
চাকরি যাবে মারবে কোপে, বধবে তীরে রাবণ!"

ফকির হেঁসে বললো শেষে, "গরীব মোদের রাজা
রাজ্য খেয়েও পেট ভরে না, ফল কি খাবে প্রজা!"

০৮/০৪/২০২৫ ইং
চট্টগ্রাম।