চিনিস তারে? কোন মহাজন?
দিল্লি বুঝে তার ক্ষমতা!
কার সাথে চাস পাঙ্গা লড়ে....
যা বনে যা, থাক মমতা!

ছাগল নাকি! প্রাণ বিলাবি?
তার মুঠোতে বিশ্ব নেতা!
জো বাইডেন কমলা হ্যারিস
লিষ্টেতে তার ভরা পাতা!

মুখে বললেই ড্রোন পাঠাবে
সাবমেরিন কি রকেট লঞ্চার,
কাটা তাঁরের বেড় পেরিয়ে
ঘাড় মটকায় পকেট পাঞ্চার।

আরে আরে যাচ্ছিস কোথা?
ভিক্ষারী তো পথের ফকির
পুরোটা এক স্বপ্ন ছিলো,
মন ভুলানো পেটের ফিকির!

১১/০১/২০২৫ ইং
মদিনা, সৌদি আরব।