এই যে এ-তো মৃত্যু মিছিল
থামছে না আর আগুন পোড়া,
আর কতো হে চাইছো রাজা
জ্বলে পুড়ুক অঙ্গার ধরা?
সাঁত তালা ঘর বস্তি পুড়ে
পুড়ে আরো মানব শিশু,
কতো লোকের স্বপ্ন পুড়ে
ঘটায় ইতি জ্বালায় ইস্যু।
ছিলো কতো অমৃত প্রাণ
ঝরলো যারা অকাল বেলা,
পারতো হতে দেশের প্রেমিক
করলে আগেই সাঙ্গ খেলা।
আর কতো ইট পুড়লে জীবন
জাগবে মানব বিবেক ধারা?
দায় কি কেবল ঐ মানুষের
পুড়লো যারা আগাগোড়া?
০২/০৩/২০২৪ইং
ময়মনসিংহ।