তোমরা যারে ভাবছো নতুন
ফলটা কচি কাঁচা,
দাঁত উঠেনি সাহিত্যে তার
দখল চাইছে মাচা!

বলি মশাই কিনছো ক'জন
পড়ছো তাদের পাতা?
সাহিত্যে লাউ পানসে কি সব?
হয় না মিষ্টি আতা?

তুমিও তো ভাই শূন্য কলস
বাজতে বেশি বেশি,
চাইতে গোলাপ আনন্দ থাক
দিলটা খুশি খুশি।

আজকে যখন ভীত টা পাকা
ফলটা ঝুলে থোকা,
ভুললে ময়দান কামান বিনা
যায় না যুদ্ধে টেকা।

১৯/০২/২০২৪ইং
চট্টগ্রাম।