রাজার দেশে হুকুম জারি
মানতে হবে শর্ত,
নইলে বিচার দেশান্তর-ই
খুঁড়তে হবে গর্ত।

শিক্ষা দীক্ষা চুলোয় সে যাক
মুখ টা রাখো বন্ধ,
বিচার আচার হোক যেমনি
সাজাও আঁখি অন্ধ।

শুনলে কথা বেআইনি কাজ
দাও হে কানে তুলো,
হাত-পা গুটায় হও দর্শক
প্রতিবাদ টা ভুলো।

যখন যেমন বলবে প্রভু
নিতে হবে মেনে,
গনতন্ত্রের রাজ বিচারক
রাজাই লও হে জেনে।

তোমরা আমি সবাই সেথা
নামেই কেবল প্রজা,
কাজতো আসল স্তুতিই গাওয়া
নমঃ নমঃ রাজা।

১৪/০৬/২০২৪ইং
ময়মনসিংহ।