রুক্ষ সুরুজ চন্ডি চটকায়
পেরেক ঠুকে পিঠে,
করছি ধারণ কর্ম কারণ
ঝরাই ঘর্ম মাঠে।

বাদ দিয়ে পণ সুখের জীবন
ব্যাস্ত যখন রণে,
ক'জন দেখে তীর তলোয়ার
বিঁধলো যোদ্ধা সনে?

যতোই ভিজি বর্ষা বাদল
কদম কেয়ার বনে,
পাই না শান্তি ভুলতে ক্লান্তি
পথের জনে জনে।


দিনোমানে ক্লান্ত অসার
নিথর যখন পরে,
কেবল,
তাঁর অবয়ব দেখেই ফিরে
শান্তি মনের ঘরে।

২৭/০৩/২০২৪ইং।
ঢাকা।