লোহা কাসায় চাইলে করতে
প্রেমের বিশ্ব জয়,
অধম তুমি এও জানো না!
সোনাও তো হয় ক্ষয়।

হীরে মানিক আর ধন রত্নে
হয়তো ভরে ঘর,
হয় কি পূরণ হৃদয় দুয়ার
প্রেমের শূন্য চর?

বুকের ট্যাটু গলার আওয়াজ
হয় তামাটে রং,
ঝরেও সন্ধ্যায় শিউলি বকুল
ধরে পচন ঝং।

প্রেমিক পুরুষ প্রেম পেতে হয়
সাঁতরে সাগর নদ,
দুঃখ যেথা ঢেউ খেলে যায়
উথলে উঠে হ্রদ।

কষ্ট বিনা প্রেম টিকে না
যায় না পাওয়া দম,
এমনি যেসব জিনিস মেলে
মূল্য থাকে কম।

১৫/০৩/২০২৫ ইং
ময়মনসিংহ।