বুকের ভেতর যতন কইরা, রাখছি যারে ভইরা
ভয় তো তারেই উড়াল দিয়া, পক্ষী গেলে ছাইড়া!
মন যদি তার নাই-বা চিনে, দেইখ্যা পালায় দেহ
বুঝবে কি সে প্রেম যে খাঁটি, চাইছে দিতে কেহ?
যায় কি পাওয়া প্রেমের প্যাকেট, চরের মতোন দখল?
কেমনে বুঝাই এই দেহ ধন, তার-ই লাগি সকল!
আন্ধার রাইতে চিমনি ধইরা, চাইয়া দেখুম রাস্তা
ফিরুইন যদি এই পথেতেই, ডাইকলে সুরে তিস্তা!
খাওন লইয়া বইসা থাকুম, লক্ষ হাজার রাইত
লইমু যে সুখ তারে দেইখা, সঙ্গ তার-ই সাইত!
ঘর থাইক্যা যেই হইবো বাহির, আগায় দিমু জুতা
আইলে অভাব ঘরের দুয়ার, খুইলা বেচুম ফিতা!
শীতের রাইতের শীতল হাওয়ায়, তারেই দিমু কাঁথা
দাঁড়ায় দেখুম মুখ খানি তাঁর, পায়ে ছুঁয়ায় মাথা!
জ্বরের ঘোরে উঠলে বকে, মুইছা দিমু শরীর
ডাক্তার ডাইকা করমু দোয়া, হাতটা উঠবো পরীর।
তাও যদি তোর প্রেম খানি হয়, রংটা দেইখা মুখের
তুই অভাগা মরবি শোকে, রোগে ভুইগা বুকের।
৩০/১২/২০২৪ ইং
ময়মনসিংহ।