আমার উপর ঝাল মিটিয়ে
যেজন পাড়ে গালি,
অলখেই তাঁর জলটা ফেলি
সম্মুখে দেই তালি।
তার মাথাতেই আঁকড়ে ছাতা
ঝড়টা রাখি আগলে,
কটু কথার ফুল ঝুরিতেও
মিষ্টি হাসি রাগলে।
তার সে বোঝা মাথায় তুলে
আঁচল মুছায় কপাল
ঘাড় খানা দেই আগ বাড়িয়ে
ভাবতে আমায় কাঙাল।
জেতার আগেই মাফ চেয়ে নেই
পিছন আসি হেঁটে,
ভাঙলে ভুল টা খোঁজ যদি নেয়
আঁকে চুমু ঠোঁটে!
২৭/০২/২০২৪ইং
চট্টগ্রাম।