লোভের অসুখ আমার না থাক
জীবন গড়ি সত্যে,
এমন ধনী নাই-বা করলে
খরচ টা হয় পথ্যে!
চাই না হতে এমন জ্ঞানী
বিবেক ছাড়া মর্ত্যে,
চাই না চলতে দেখায় আচার
অভদ্রতার চিত্তে।
উষ্মা না পাক গরীব দুঃখীয়
আমার কথা কর্মে,
বিধর্মী ভাই পাশেই থাকুক
মানুষ হবার মর্মে।
অহংকার বোধ নাই-বা দিলে
চাই না দলে চলতে,
এমন সুখীও চাই না হতে
আত্মীয়তা ছিঁড়তে।
২৭/০৫/২০২৪ইং
শেরপুর, সিলেট।