এমন অর্থ চাই না আল্লাহ
বিকোই বিবেক মান,
বরং যেনো চলতে পারি
করতে পারি দান।

তার চে বেশি শ্বাস দিয়ো না
এমন গলার স্বর,
মিথ্যে কে লই আপন করে
দ্বীন কে করি পর।

ভয় তো কেবল মোহে পড়ে
পাপেই দিলে ডুব,
তুমিও যদি দাঁড়িয়ে দেখো
রহমতে রও চুপ!

আজাব বাদে শুধরে দিয়ো
দূরেই রেখো ক্ষোভ,
বান্দা কে দাও তোমার দয়া
শূন্য করে লোভ!

২২/০৫/২০২৪ইং
ময়মনসিংহ।