থাক তোলা তোর শীতের পিঠা
খেজুর রসের তৃপ্তি,
দীপ্তি টা চাই তোর চোখেতে
ঠোঁটের হাসি প্রাপ্তি।

ভোরের চাওয়া করমচা নয়
থাকুক পড়ে গ্রিনটি,
বেডের পাশে মুখ খানি চাই
হেঁসে কাটিস চিমটি?

চাই না গোলাপ লাল গালিচা
ফিরলে বাড়ি ঘরে,
মুখের হাসি প্রেম চোখে চাই
থাকা দুয়ার ধরে।

বৃষ্টি ঝরুক জোছনা পড়ুক
তোর কোলে চাই মাথা,
করিস আদর হাত বুলিয়ে
আঁচলে দিস কাঁথা।

রাগ ঢেলে দিস পিঠে মারিস
ভেঙে করিস চুরমার,
যাস না ছেড়ে একলা ফেলে
প্রেমে গড়া কারবার।

১৩/১২/২০২৪ ইং
চট্টগ্রাম।