মতের মিলেই বললে ভালো
দোষ ত্রুটি তাঁর দেখলে না?
খোঁজ নিলে না শিক্ষা দীক্ষা
ঈমান আমল কারখানা?

ন্যায় নীতি বোধ বাদ-ই দিলাম
পারতে জানতে ঠিকানা!
হয় যদি সে কাদের ডাকু
রাতেই কাটে সিঁদ খানা?

খোঁজ নিয়ো তাঁর বন্ধু বান্ধব
আদব লেহাজ ঠিক কিনা?
নাকি কেবল পোশাকধারী
গুন ছাড়া এক মাওলানা?

সং সেজে তো নিতেও পারে
তোমার সাধের মনখানা?
বলি হাঁটলে শামুক ভাঙায়
কাটবে তোমার পা খানা।

০৩/০৭/২০২৪ইং
চট্টগ্রাম।