আগের জন্মে মানুষ ছিলাম
এ জন্মে প্রায় সবই,
লোকের কাছে কুকুর বিড়াল
দেশের কাছে গাভী।

বসের কাছে গাধার সমান
কলিগ ভাবে শিয়াল,
বন্ধুর কাছে কাকের মতোন
নিজের মতো খেয়াল।

বাপ-মার কাছে অপাদার্থ এক
বোকার হদ্দ ছাগল,
সত্য বলায় নিজের লোকজন
এক নামে কয় পাগল।

পাশের বাড়ির দাদুর কাছে
আমি দামড়া ষাঁড়,
খায় যে বসে বাপের হোটেল
লোকের ভাঙে ঘাড়।

প্রিয়ার কাছে ভেড়াই আমি
ছিলাম সারাজীবন,
চিনলো কেবল পুলিশ ডাক্তার
মুরগী নামে কমন।

খোদার কাছে এই জীবনে
আর কিছু নেই চাওয়া,
যাদের কাছে পশু হলাম
তাদের দিয়ো দাওয়া।

২৮/০৭/২০২৩
ভেলোর, ভারত।