মানুষ এখন নিজের চেয়ে, পর কে ভাবে বেশি
সুখ হারাতে নয় সে রাজি, উল্টো কাঁড়ে খুশি।
ব্যার্থতাতেও নয় সে দুঃখী, দুঃখ পরের জয়ে
হাসবে কেনো চাষার ছেলে, রইবে নত ভয়ে!

তিনবেলা তার জুটুক আহার, হোক অপচয় পাতে
ভাবনা হেনো পড়শী কেনো, খাচ্ছে দুধে ভাতে?
পর-ই কেনো পড়বে জামা, গড়বে উঁচু দালান?
কিনছে কিসে জায়গা জমি, ভরছে ফুলে বাগান?

চাকরি কেনো তার-ই জুটে, সাফল্য পায় খুঁজে
ভাবনা এখন কম কেনো ধন, গরীব তো সে নিজে!
পরের সুখে কাতর হওয়ার, রোগ টা গেছে ছেয়ে
সাড়বে কেবল নতুন আলোয়, জাগবে মরার ভয়ে!

১৩/০৭/২০২৪ ইং
চট্টগ্রাম।