রাজায় রাজায় যুদ্ধ করে
চামচিকা দেয় তাল,
মোসাহেব তার হাত মিলিয়ে
সঙ্গে পারে গাল।
আবার মাঝে বিপদ বুঝে
সটকে পঙ্গ পাল,
চামচিকা কয় ফিরবো আবার
মোসাহেবও কাল।
আর যে ক'জন নিরব দর্শক
দেখে খেলার হাল,
তারাই তো ভাই লুটতে মজা
আনন্দে দেয় ফাল।
অবোধ পন্ডিত বন্ধু যে জন
যুদ্ধে ধরে ঢাল,
দুই রাজা-ই ঝাল টা মেটায়
তারই ছিঁড়ে ছাল।
১৮/০৪/২০২৪ইং
ময়মনসিংহ।