রাজা হয়ে রাজ দরবারের
চোর ধরে তার মুখ ঢেকেছি,
ডাকাত এলেও মিথ্যে বলে
মাল রেখে তার প্রাণ ছেড়েছি।

ইঁদুর ধরে ধানের ক্ষেতে
হাত ধরে তার টোপ দিয়েছি,
বিড়াল এনে জয় দেখিয়ে
জাল ফেলে তায় মাছ দিয়েছি।

মাংস দিয়ে রোজ আঙিনায়
যত্ন করে বাঘ পুষেছি,
হাতি ঘোড়া জাত হায়েনায়
ঠিকঠাক এই ঘর ভরেছি।

আজকে এসে আম জনতা
ভয়টা দেখায় ভুল করেছি!
এতো করেও মিথ্যে নাকি
দুধ দিয়ে সেই সাপ পুষেছি!

২৬/১০/২০২৩
চট্টগ্রাম।