কিরে হাবলু, আবারো ফেল?
শুন্য পেলি খাতায়!
যা বাড়িতে; মা দাঁড়িয়ে
কঞ্চি ভাঙবে পিটায়।

বিজ্ঞানে তুই আটাশ পেলি
অংকে অশ্ব ডিম্ব!
ইংলিশেও যে উনিশ দেখি
ধর্মে আঁকিস বিম্ব?

আইসিটি তে জয়টা কেবল
টেনেটুনে চল্লিশ,
বাংলাতে তোর একুশ খাতায়
ভূগোলেতে তো বিশ!

০১/০১/২০২৪
চট্টগ্রাম।