ছেলে তোমার বদমেজাজী
কথায় জুড়ে তর্ক,
আদব নেহাজ নেই-ও কিছু
নাম রেখেছো অর্ক।

বাপের সমান ময় মুরুব্বির
সামনে বসে ফুঁপায়,
মিষ্টি কথার প্যাঁচে ফেলে
আটকে সবে ধোঁকায়!

বলে কিনা জ্ঞানের ফল টা
ছোটও ভালো থোকায়,
মাকাল ফল তো খায় না লোকে
তিতেও লাগে পোকায়।

কত্তো সাহস! পুঁচকে ছোঁড়া
আমার ধরে ভুল টা,
আমার ওজন বুঝিস তো তুই
ছিঁড়িস আমার চুলটা।

শুনো রফিক, ছেলেয় বুঝাও
কেমন আমি মালটা,
আমার ছেলের ঠেকলে কানে
করবে খালি কোলটা।

০১/১১/২০২৩
ময়মনসিংহ।