পর্দা কেবল হিজাব তো নয়, পর্দা আছে চোখেও
হয় কি নামাজ থাকলে বাহির, পর্দা ছাড়া নখেও?
পাপ যতো হয় চোখের কোনে, তার বেশি হয় মনে
দূর্জন কে লই গৃহের কোনে, পাথর পরখ বিনে।

লোভ লালসায় ঠোঁটের পর্দা, যায় না রাখা বেঁধে
নিয়ম তো বোন জবান সংযম, জিহ্বা রাখো রুধে।
ছলাৎ ছলাৎ তোর পায়েরও, পর্দা আছে চলায়
পায় না যেনো প্রকাশ দম্ভ, অহংকার টা কলায়।

কানের পর্দা সত্য শ্রবণ, মিথ্যে নাহি শোনা
কথার পর্দা আঘাত বিনা, বন্ধু কে হোক জানা।

২৩/০৭/২০২৪ইং
ময়মনসিংহ।