কইলেই কিছু রাজার পিছু
দিতো বাড়ি ডান্ডা,
পড়তো হাতে হাত কড়া আর
ডিম থেরাপি ঠান্ডা।
ধইরা চাপা ছুঁইতো গালে
ছুঁইলা দিতো মলম,
আর যে সুশীল কইতো কথা
ভাঙতো হেগো কলম।
চোর না পাইলে বাপ রে বাঁইধা
আনতো তুইলা ভাইরে,
কাঁপতো তো লোক জুজুর ভয়ে
কইতো ফাসেক দাঈরে।
তাও যদি ভাও যাইতো উল্টে
গুমে হইতো ভ্যানিস,
চিনতো ব্যাটা আয়না ঘর আর
আপা কেমন জিনিস।
১৭/০৩/২০২৫ ইং
চট্টগ্রাম।
(আজকাল টকশোতে অনেক সুশীলকেই দেখি উঁচু গলায় সরকারের তুমুল সমালোচনা করতে। করুন, এটাই স্বাধীনতা। গনতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দয়াকরে অতীত ভুলে যাবেন না।)