সবুজ শ্যামল এই বাংলায়
বর্গীরা দেয় হানা,
হেসেখেলে লুটলো এ দেশ
ব্রিটিশ নামক জনা।

প্রবোধ দিলো নীল চাষেতে
ভাগ্য যাবে বদলে,
পড়ায় শিকল দাসের পায়ে
চলে চাবুক জাগলে।

ব্রিটিশ বদলে পাকিস্তানি
ভাগ্য ধরলো কামড়ে,
চালায় শোষণ ভাষার উপর
রক্ত চাইলো নিংড়ে।

একশো বছর পরেও আজো
হয় জনগন শোষণ,
মাথায় বাড়ায় করের বোঝা
শৃঙ্খলে দেয় পীড়ন।
          -২৩/০৭/২০২৪ইং
            ময়মনসিংহ।