দেখছি রাজার রাজ ক্ষমতা
টাকার গরম চরম,
হাইসা কইতো, "আমি তোদের
হই ভগবান পরম!
কিন্না খাওয়াই পেটের অন্ন
দেই ঢাকতে সতর,
থাকোস যে ঘর হেইডাও আমার
লাগাস হাওয়া গতর।
দেইখা রাখি ছাইড়া তোরে
দেই পাহারা দেয়াল,
হেয়াল কুত্তা কাঁইড়া না খায়
ধইরা পিডায় মৌয়াল!"
তারেও দেখছি লেজ গুটাইয়া
থুইয়া যাইতে চেয়ার,
ভাইগা গেছে এক কাপড়ে
রাইখা খোলা দুয়ার।
২৩/০৩/২০২৫ ইং
চট্টগ্রাম।