মুখ দেখে তার যেই বললাম,
তোমার তো ভাই অনেক কষ্ট!
রুগ্ন পিতায় করছো যতন
বিষয় আশয় পয়সা নষ্ট!

টেনে পানি গরম জলে
গোছলে দাও ধুইয়ে তারে,
কষ্ট কতো খাইয়ে দিতে
বিছানার মল পরিষ্কারে!

পাও না যেতে ঘরের বাহির
তাঁরে ফেলে কাজের ছলে,
উল্টো ঘুরাও এঘর ওঘর
পাজা কোলে বাহুর বলে!

মুখে রেখে হাসির ফোয়ার
গল্প শোনাও রাত বিরাতে,
বসে থেকে পায়ের কাছে
হাত-পা টিপো মধ্য রাতে।

শুনে হাসে! এমন কষ্ট
দিক না খোদা হাজার বছর,
পুন্য যে মোর তাঁর-ই ধরে
খোদাও খুশি করলে সবর।

১৭/০১/২০২৫ ইং
ময়মনসিংহ।