হোক না কালা কিংবা ধলা
হলেই হলো সন্তান,
চুমুয় ভরে তাঁর ছোট গাল
বুকে খুশির সংস্থান।

ভিজবে বলে ঝড় বাদলে
জাপ্টে রাখে মাতা,
ডুববে বলে জলের তলে
কাঁধেই রাখেন পিতা।

পথ পাড়ি দেন শংকা ভুলান
সামলে রাখেন মাথা,
ভোগলে রোগে হোন পেরেশান
রৌদ্রে ধরেন ছাতা।

লাগলে ক্ষুধা অন্ন যোগান
বস্র ভুরি ভুরি,
হোক সে সন্তান অলস অধম
তার খুশিতে তুড়ি।

২০/০৯/২০২৪ইং
সিলেট থেকে আখাউড়ার পথে ট্রেনে।