ডুব দিয়ে ঐ লাভের নৌকায়
আমি গড়ি দুনিয়া,
ভাবনায় কেবল শান সৌকত
লইবো টা কি কাঁড়িয়া!

পুরান সোফা ঘরের পর্দা
বদলাই বঁধুর শাড়ি,
রং করে দেই দোর জানালা
নতুন কিনি গাড়ি।

রাখছি হিসেব ব্যাংকের টাকা
কয়টা হলো আড়ত!
ভাবনায় বেশি ফরেন ট্রীপ আর
কেনাকাটায় ভারত!

গুলশানে চাই লাক্সারি ফ্লাট
তিনশো ফিটে প্লট,
হাওরে খুঁজি বাংলো রিসোর্ট
নেতার সঙ্গে স্লট!

জমির মালিক হাল চাষে নেই
রাখছে জমি ফেলে,
ভাবছে ফসল পরকালের
এমনি যাবে ফলে!

০৮/০৩/২০২৫ ইং
চট্টগ্রাম।
(আজ আমার ছেলের জন্ম বার্ষিকী। অথচ আমাদের মাঝে নেই। যদি সম্ভব হয় তো আপনার মোনাজাতের একটা অংশে ওকে রাখবেন।)