ইলেকশনে ভোট বেচবো
পঞ্চ হাজার দাম,
ভাবছো এতো চাইছি কেনো?
নিষ্কর্মার-ই কাম!
দাম দেখোনি জিনিসপত্রের
মূল্য স্ফীতির আম!
দুই দুই বার পিছলে গেছো
লিষ্টে তুলে নাম।
এবার তোমায় ছিলবো নেতা
যতোই করো বাম,
উঠতে বসতে টাকার খেলাই
চাইবো পানি মাম।
তাও যদি চাও মিছিলে যাও
লাগবে নগদ খাম,
ফোলবো না আর মিষ্টি কথায়
চা চুরুটের পাম।
একবারই তো নেতা তোমায়
ফেলবে বাটে রাম,
পাঁচটা বছর পরেই আমার
তুমিও চিনো ধাম!
১৮/১১/২০২৩
ময়মনসিংহ।