পাতাল পুরের রাজা মশাই
স্বয়ং এলেন ছুটে,
বাংলায় নাকি মিলছে পেঁয়াজ
স্বর্গেতে নেই মোটে!

ভারত জুড়ে আজ হাহাকার
শোকে সবাই স্তব্ধ,
পেঁয়াজ নিয়েই বাঁধছে দাঙা
সীমান্তে আজ যুদ্ধ।

সোনা ফেলে মার্কিনিরা
পেঁয়াজ ধাঁধায় ক্ষিপ্ত,
এক চোখা লোক চীন রাশিয়াও
কুটনীতিতেই লিপ্ত।

ধন্য কেবল এই জনগন
পেঁয়াজ নিয়ে তুষ্ট,
দাম নিয়ে নয় খায় না কেনো
জান্নাতি লোক রুষ্ট!

১২/১২/২০২৩
চট্টগ্রাম।
(একটি কাল্পনিক কবিতা।)