নাদুসনুদুস শরীর টা তার
হচ্ছে কেবল মোটা?
এক বসাতেই খান যে তিনি
আস্ত খাসি গোটা!

হাতির সমান দাঁত খানা তার
তৃপ্তিতে দেয় কামড়,
খাসির রান তো নস্যি মশাই
পাথর ভাবে পাপড়!

পেট খানা তার মটকা হাঁড়ি
মাঠের সমান বড়ো,
চায় সে খেতে ডজন মুড়ো
শুনে বারণ কারো?

ভাত ভেবে তাই ডিমের সিদ্ধ
একশো করে সাবাড়,
বুঝলাম যার পেট টা মোটা
বেশিই লাগে খাবার।

৩১/০৮/২০২৩
ভেলোর, ভারত।