পান খেয়ে সে রাঙা ঠোঁটেই চাইছে হেসে ভিক্ষা,
বলছে মাগো চাল কটা দাও ঝুড়ির ফলটা পাক্কা।
পান্তা মরিচ রাতের বাসি ডাল দিয়ো না ঢেলে,
থালার উপর পোলাও গোস্ত খাবো চিকেন পেলে।
খুচরো অচল নোট দিয়ো না কুড়ির কড়িয় খুশি,
আর যদি দাও ডলার রিংগিত দিবো চওড়া হাসি।
যাকাত ফেতরা দান সদকা মান্নতের নাই টাকা?
খায়েশ ছিলো আয়েশ করে চাইনিজ খাবো ঢাকা।
জলদি করো ভীষণ ত্বরা এক্ষুনি দাও ভিক্ষা,
শুনে হাসি এ লোক তো পায়নি নবীর শিক্ষা।
২৩/০২/২০২৪ইং
ময়মনসিংহ।