ডুববে যখন জ্ঞানের গাড়ি
পৃষ্ঠ ছুঁবে তল,
বাজবে কি আর মলয় বাজনা
ঝরবে চোখে জল।

উত্তরে তার গহীন সাগর
দক্ষিণে নেই চর,
পূর্ব পশ্চিম জল বহমান
ঊর্ধে দিবাকর।

উত্তরণের নেই তো উপায়
সন্তরণে পথ,
আজরাইল তো পার্শ্ব দেশে
অপেক্ষাতে রথ।

দিন বদলের বাহাদুরি
লাগবে কাজে ধন?
খুঁজবে কাকে আল্লাহ ছাড়া
মিলবে আপন জন?

২১/১০/২০২৪ ইং
চট্টগ্রাম।