পাথর ঢালি জলের তলায়, শূন্য জলের কল
কাকের মতো আশায় বাঁচি, মেলে যদি ফল!
ঘৃনার চোখে প্রেম জমা নেই, নাহি থাকে জল
বিরাণ ভূমির মরিচীকায়, স্বান্তনা-তো ছল।

তোর আঁখিতে রঙিন হাওয়া, স্বপ্ন কতো জ্বল
মনের ভূষণ ত্বরিত ভীষণ, ঘৃণার নামে ঢল!
ভুল ফাগুনে মোর পদ ভার, ভরেছিলো হল
এখন আমি তোর-ই চোখে, বিষাদ ক্লেশে খল!

রুখবো তোকে মায়ার জালে, এমন নাহি বল
আজি এ ক্ষণ সূর্য গ্রহন, বলবো কিসে চল?
তলানিয় তো মুখের শক্তি, বুকের মনোবল
পাথর ঢালি জলের তলায়, মেলে যদি ফল!

০৪/০২/২০২৫ইং
চট্টগ্রাম।