চাই না আমি হোক বসতি চাল নিয়ে যাক ঝড়ে,
চাই না পাকা দালান ঘরেও সদাই থাকি পড়ে।
বিদ্যা বুদ্ধি অমন না হোক মূর্খ বলে লোকে,
আবার অমন জ্ঞান দিয়ো না স্রষ্টা ভুলি সুখে।

যে চোখেতে যায় না দেখা পথের পাশের ভুখা,
চাই না আমি অমন হাত-ও দান করে না দুখা।
অমন পা-ও অসার বৃথা, যায় না পরের দুখে,
জিহ্বাতে চাই ভারী পাথর ভুল বলি যেই মুখে।

চাই না সে ধন ঘুম কাড়ে যে নিদ্রা ভঙ্গে রাতে,
আবার অমন পর করো না ভিক্ষা মাঙি পথে।
অমন কোনো সুখ দিয়ো না দুঃখ কে যাই ভুলে,
গর্ব দিয়ো খর্ব করে যতোই উঠি জ্বলে।

১৫/০২/২০২৪ইং
চট্টগ্রাম।