দয়ার সাগর আল্লাহ আমায়
করবে ক্ষমা কতো!
প্রতিদিনই তো পাপেই পাতা
ভরছি শতো শতো।
কথায় কথায় কুৎসা গীবত
করছি চোখের যেনা,
হাত দিয়ে তো হয় অনাচার
মানছি মনের মানা?
যায় তো দেখা চুলের গোছা
চলছি পুরুষ চালে,
উচ্চ তো স্বর গলার কন্ঠ
বলছি নেকাব খুলে।
হয় না কি পাপ দেহের ভঙ্গি
পথের হাঁটা চলায়?
করছি শ্রবণ সঙ্গীত ও গান
কর্ণ শামিল যেনায়।
আমার জন্য পরের পাপেও
আমিও হবো দায়ী,
চাওয়া শুধু ভাগ যেনো মোর
না পায় প্রিয়ো স্বামী।
২৬/০৯/২০২৪ ইং
ঢাকা।