ক্ষমা চাইবেন, করেছেন কি?
দিয়েছেন কি অন্ন?
করেছেন দান তিল পরিমান
স্রষ্টা পাওয়ার জন্য?
থেকেছেন তো নেতার পাশে
পায়নি আর্ত সেবা,
বিধান মেনে ন্যায় বিচার টাও
কার করেছে কেবা?
লুটেছেন তো সরকারি ইট
চর দখলে জমি,
কেঁড়েছেন ধান লাঠিয়ালে
ছাড় দিয়েছেন কম-ই।
পথ দেখাননি পথ ভুলারে
পায়নি মাফও ঋণী,
দাম্ভিকতায় পা ফেলেছেন
পরের ঘটায় শনি।
গোপন কেনো নেই আমলও
পাবেন পাপে নিস্তার,
আখলাকও তো বলার মতো
হয়নি ভবে বিস্তার।
০১/০৪/২০২৫ইং
ময়মনসিংহ।