বাঘের মুখের খাবার কেঁড়ে
চাইছো দিতে ত্রাণ!
বলি হরিস সাহস তোদের
থাকবে দেহে প্রাণ?
নেকড়ে দিয়ে চামড়া ছিলে
লাগায় দিবে নুন,
ন্যাড়া করে সবার সামনে
মুখে মাখবে চুন!
তাও যদি চাও পাঙ্গা লড়তে
রাতের ভেঙে ঘুম,
কাক-ই ক'টা লেলায় দিবে
হঠাৎ হবে গুম।
ভুলেও যদি চোখ তুলে চাও
দেখাও বাহুর তেজ,
পারবে কি তার ছিঁড়তে পশম
ছুঁতে বাঘের লেজ?
১৪/১২/২০২৩
চট্টগ্রাম।