হাড্ডি মাংস এক করে দে
মাজা টা দিস ভেঙে,
কত্তো সাহস বলে কিনা
ডুব দিয়েছি গাঙে!
আমায় নাকি পায় না কোত্থাও
দেখে না এই গ্রামে,
ভোটে জিতেই শহরবাসি
খাচ্ছি মধু ক্রিমে!
আমার নাকি পাখনা মেলা
সামনে হবে মরণ,
হারামজাদায় দে না দু'ঘা
পাছায় লাগা চরণ।
জানে না ও কার সাথে সে
চাইছে দিতে পাঙ্গা,
যার ঈশারায় লাগে এথা
এক কথাতেই দাঙ্গা।
১৫/০৬/২০২৩
চট্টগ্রাম।