পাঙ্গা যে লও রাজার লগে
পারবা ফেলতে হাতি?
বঙ্গে তো বাস মশা মাছির
একটুস বুকের ছাতি!

না খাইয়া তো হইছো কঙ্কাল
যায় তো গুনা হাড্ডি,
লাগায় সুতা খেলবো তাতে
বানায় গগন ঘুড্ডি।

আইক্কা ওয়ালা বাঁশও রেডি
হাঁটে ভাঙবো হাঁড়ি,
পাইবি না তার নড়নচড়ন
মাইপা হস্ত নাড়ি।

শরীর গড়ন বাদ-ই দিলাম
আছে টাকা-কড়ি?
ফেললে গাতায় পারবা উঠতে
পাইবা টা কই দড়ি?

ভোজং ভাজং কম করো ভাই
মানো ন্যায্য আইন,
তিড়িংতিড়িং করলে কিন্তু
বাড়তে পারে ফাইন!

২৩/০৩/২০২৫ইং
চট্টগ্রাম।