প্রাসাদ এ নয় পাখির বাসা
মাটিই চারিধার,
জোছনা তবুও ঝরছে অঝোর
তাঁর আঙিনা পাড়।
খাট পালঙ্কের নেই চাহিদা
লাভ-ক্ষতিরও পাঠ,
দিনান্তে যে শুধুই চাওয়া
হাসির বসুক হাট!
পেলেই হলো জীর্ণ বস্র
এক মুঠো নুন ভাত,
সুখীই তাঁরা ছেঁড়া কাঁথায়
সুখ-নিদ্রায় রাত!
এক জীবনে না হোক পূরণ
নাই-বা মিটুক সাধ,
দুঃখে তো নেই টোনাটুনি
সুখের কোথা বাঁধ!
২০/০১/২০২৫ ইং
সীতাকুণ্ড, চট্টগ্রাম।