এখন যদি মুখ না খুলো
নাইবা বলো সত্য,
তবে তো ভাই শাসক গোষ্ঠীর
মিথ্যেই হবে মিত্র।
সেইদিন আর দূর বেশি নয়
ধরবে চেপে টুঁটি,
কারণ বিনা উস্কানিতে
দিবে কর্মে ছুটি।
বলবে এসে, "দুঃশাসনের
তুমি-ই মুল হোতা,
তোমার হাতেই নড়ছে কাঠি
ঘুড়ির সাদা সুতা।"
দেখবে লোকে দিব্যলোকে
পাপিষ্ঠ তার আইন,
সনদ ছাড়া দেশ-প্রেমিকের
নিচ্ছে কথার ফাইন।
আর যদি ভাই মুখটা খুলো
ভুলেও দাও হে কাশি,
বলবে শাসক, "পাক হানাদার
কাষ্ঠেতে দাও ফাঁসি।"
২৩/১১/২০২৩
উত্তরা, ঢাকা।