গলির মুখে তোদের যতো
উল্টাপাল্টা গলাবাজি,
ভাবছিস তুই কেউ জানবে না
বাসায় সাজবি পাক্কা হাজি!
জনে জনে সবাই জানে
তোদের যতো কাজকারবার,
লাগলে প্রমাণ সেটাও দেবে
রাত বিরাতের দেনদরবার!
চুরুটে টান অশ্লীল গান
দৈনন্দিন আড্ডা বাজি,
খোঁজ নেই না? সবটা জানি
কানটা মলে ডাকবো কাজি।
২১/০৫/২০২৩
চট্টগ্রাম।