দূরের সূর্য তার-ও উপরে বসেন যিনি
করছেন বিক্রি সস্তা দামে বেহেশত খানি
সেথায় নাকি কিনছে ভূমি
মানুষ নামের বেকুব পাগল
বিলিয়ে তার বসতভিটা জায়গা জমি।
আবার নাকি দুনিয়ায় সে বেড়ায় খুঁজে
কোন সে নাদান পায়নি খোঁজ তাঁর নিকট স্রষ্টার
কোন সে অন্ধ এখন ঘুমে
উঠেনি জেগে দেখেনি তার জগত ভোর।
কোন সে পথিক পথটা ভুলে এখনো ছুটে
ছুটে পথে সকাল বিকাল দিক্বিদিক
কোন সে মাঝি বৈঠা হাতে চালায় নৌকো জ্ঞান শূন্য
মাঝ নদীতে দাঁড়ায় ভুলে তার নদীর তীর।
পাগল পাগল খুব সে বেকুব।

২৫/০৬/২০২৩
ময়মনসিংহ।