নাই-বা জানুক পুত্র -কন্যা
নাই-বা জানুক জাতি,
কারোর কাছে তুমিই পিশাচ
হারাম খেকো হাতি!

তোমার তো চোখ জাত চিনে না
ধনী গরীব অভাব!
ফাঁদ পেতে নেয় জায়গা জমি
লুটতরাজ-ই স্বভাব।

মরুক বাঁচুক ঘাস গিলে খাক
গরীব হারাক অন্ন,
দেখবে কেনো বুক হাহাকার
কারো মনঃক্ষুণ্ন?

বউয়ের গলার সোনার সে হার
হীরের জামায় কন্যা,
তুমিই জানো কার কতো জল
মিশে তাতে কান্না!

এই যে এতো নিয়ম ছাড়া
অনিয়মের কামাই,
চলবে কি ঘুষ পরপারে
মানবে ধানাইপানাই?

১৪/০৭/২০২৪ ইং
চট্টগ্রাম।