চোর চোট্টামি মাইরা খাওয়া
আমগো আদি পেশা,
আগের জন্মেও সুদ নিছিলাম
মজুদদারিও নেশা।
সভ্য হইয়া স্পীড মানি খাই
আওলে রাখি লজ্জা,
পিছপা হই না জোর জুলুমেও
করতে ধোলাই মজ্জা।
ভোগ বিলাস আর নারী গাড়ি
এখন আমগো ফ্যাশন,
ব্যাস্ত সবাই ত্বকের সজ্জায়
মুখে মাখতে লোশন।
ভাবছি ভালো বেশ তো আছি
হচ্ছে সফল মিশন,
মনখানা থাক কয়লা কালো
নাম তো পদ্মলোচন।
১২/০৪/২০২৫ ইং
ময়মনসিংহ।