দেহের ভেতর বাঁশের মাচা
রোগ ধরেছে ফুলে,
যতন ছাড়াই বাড়ন ফল টা
উঠে দোলে দোলে।
গাছের শিকড় গভীর এখন
ছড়ায় শহর জুড়ে,
কেউ জানে না গাছটা কেমন
থাকে বুকের ঘরে।
ডাল-পালা তার নেইও তেমন
মোটে কুড়ি দুটি,
রস চুষে নেয় বুকের থেকে
চেপে ধরে টুঁটি।
আশা কেবল সেই মদিনা
কাবা ঘরের পাথর,
যেথায় আল্লাহ নবীর রওজা
ডাকে বুকের ভেতর।
২৫/০৭/২০২৩
কোলকাতা, ভারত।