তোর দেশে কি, দিনের শেষে রাত নামে না?
সূর্য ডুবে মধ্য গগন চাঁদ উঠে না?
জোছনা ধারায় ভিজেও কি গা
মনের কোনায়
বাংলা ভালো, সুখের কোনো; সুর বাজে না?

তোর আকাশ কি, হিমালয়ের বরফ চূড়ো?
দুঃখ যেথায় শান্ত সুশীল জমছে বড়ো!
তাতে, অভিমানের মেঘ উড়ে না?
বৃষ্টিতে কি অনুরাগের বরফ গলে চরণ তলে
হাড় কাঁপানো শীত নামে না?
নাকি তোর মন, সব সয়ে যায়; কষ্টি পাথর চোখের মতোন?

তোর জমিনে বকুলেরা এমনি ফুটে?
অবহেলায়, হাসনাহেনা শিউলি জবা কেউ কাঁদে না?
নাকি, চোখের শিশির জল জমে যায়?
ভুল গুলো কি হাওয়ায় উড়ে? পাল তুলে বয়?
দেয় না নাড়া হঠাৎ করে?
কান্না কি হয় ঝর্ণা ধারায়? বাষ্প মতোন?
কষ্ট কারো হাত ধরে না?

১৩/১২/২০২৪ ইং
চট্টগ্রাম।