ঘর বাড়ি দোর সব-ই আছে
তবুও চোক্ষে জল-ই,
কি যেনো নেই আত্মাতে তার
শূন্য খোসা খালি!

এমন তো নয় বড্ড কৃপণ
ধন টা রাখে জমা,
দান করে সে মুখের হাসি
মজলুমে দেয় ক্ষমা।

ঘাটের পয়সায় বাইজি নাচায়
সঙ্গীতে লয় সুধা,
জুয়ার মাঠে উড়ায় কড়ি
অতৃপ্ত রয় ক্ষুধা।

সুযোগ পেলেই বিদেশ ভ্রমন
দেয় মহাদেশ পাড়ি,
বৈদ্যি খুঁজে লোভ তামাশায়
মধ্য রাতে গাড়ি।

অন্ধ তো মন, চোখ দেখে না
পায় না খুঁজে মুক্তি,
ধর্ম যে তার অধর্ম আজ
স্রষ্টাতে নেই ভক্তি।

১৮/১২/২০২৪ ইং
চট্টগ্রাম।